ক) ০১. মাধ্যমিক স্তরে সরকার অনুমোদিত প্রকল্পের অধীন বিদ্যালয় ও মাদ্রাসা সমূহে ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান কার্যক্রম পরিচালনা । ০২. উচ্চ মাধ্যমিক স্তরে প্রকল্পের অধীন মহা বিদ্যালয়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান কার্যক্রম পরিচালনা । খ) ০১. দপ্তরের আওতাভূক্ত প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি / গভর্নিং বডি গঠনে অভিভাবক সদস্য সহ অন্যান্য সদস্য নির্বাচনে তফসীল ঘোষণা পূর্বক প্রিজাইডিং কার্যক্রম পরিচালনা । ০২. ম্যানেজিং কমিটি সংক্রান্ত উদ্ভুত সকল প্রকার জটিলতা / সমস্যা নিরসনে তদন্ত/ তদারকী সহ সহযোগিতা প্রদান । গ) ০১. সরকার প্রদত্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর প্রেরীত বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করন । ০২. বিনা মূল্যে বিতরণকৃত পাঠ্য পুস্তক নির্ধারিত বহিতে হিসাব সংরক্ষণ এবং উদ্বৃত্ত পাঠ্যপুস্তক সযত্নে পরবর্তী বছরের জন্য মজুদ/ সংরক্ষণ । ঘ) ০১. শিক্ষা বোর্ড এর অধীন বিভিন্ন পাবলিক পরীক্ষায় তদারকী কার্যক্রম পরিচালনা । ০২. বিদ্যালয় / মাদ্রাসায় শিক্ষক/ কর্মচারী নিয়োগ পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির দায়িতব পালন । ঙ) ০১. ব্যানবেইস কর্তৃক পরিচালিক বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের জরীপ কার্যক্রম পরিচালনা । ০২. প্রধান শিক্ষক/ সহকারী শিক্ষক এর অফিস ব্যবস্থাপনা সহ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা । চ) ০১. জেলা এবং উপজেলায় মাসিক সমন্বয় সভা সহ সকল সভায় অংশ গ্রহন এবং সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন । ০২. কর্মকর্তা ও কর্মচারীদের বাৎসরিক গোপনীয় প্রতিবেদন প্রদান কার্যক্রম ।
| |||
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS